Friday, March 2, 2018

ধুতুরাগাছে গজিয়েছে দাড়ি


ধুতুরাগাছে গজিয়েছে দাড়ি
সাইয়িদ রফিকুল হক

ধুতুরাগাছে গজিয়েছে রে দাড়ি!
আয়রে তোরা, দেখবি আয় তাড়াতাড়ি।
কালসাপের মাথায় দেখি লম্বা টুপি!
অন্ধজনে জ্বালায় আজ জ্ঞানের কূপি!
শিয়ালগুলো হচ্ছে যেন সমাজপতি,
ভাবো এখন, কী হবে আজ মানুষের গতি!
হায়েনাগুলো ঘুরছে দলে লাভের আশায়,
বাঁদরগুলো মেতেছে যেন ঘোর তামাশায়!
ধুতুরাগাছে গজিয়েছে রে ভয়ানক দাড়ি,
এবার বুঝি বিষাক্ত হবে আমাদের ঘরবাড়ি।


সাইয়িদ রফিকুল হক
২৮/০২/২০১৮


No comments:

Post a Comment

নেংটী-ইঁদুর

নেংটী-ইঁদুর সাইয়িদ রফিকুল হক নেংটী-ইঁদুর দিনদুপুরে কাটছে গোলার ধান, ফাঁদ পাত রে এবার তোমরা বাঁচবে জাতির মান। দেশবিরোধী-ইঁদু...